বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
27 Aug 2025 06:29 am
![]() |
ফখরুদ্দিন মোবারক শাহ রিপন,নোয়াখালী :-নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় চালককে হত্যা করে তার ব্যাটারি চালিত অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৬ আগস্ট) বেলা ১১টার দিকে পার্শ্ববর্তী সুবর্ণচর উপজেলার চরজব্বার ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের নুর ইসলাম মিয়ার বাড়ির পাশ থেকে নিহতের লাশ উদ্ধার করে স্থানীয়রা।
নিহত অটোরিকশাচালকের নাম মো. রফিকুল ইসলাম (৫৫)। তিনি কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের ফজল হক মিয়ার বাড়ির আক্কেল আলীর ছেলে।
নিহতের মেয়ে মৌসুমী বেগমের বান্ধবী পাকিজা আক্তারের বরাত দিয়ে জানা গেছে, দুই থেকে তিন মাস আগে রফিকুল ইসলাম একটি ব্যাটারিচালিত অটোরিকশা কিনেন। সোমবার দুপুরে বাড়িতে খাওয়া-দাওয়া শেষে তিনি অটোরিকশা নিয়ে বের হন। রাতে আর বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা একাধিকবার তার মুঠোফোনে কল করলে তা বন্ধ পাওয়া যায়।
পরদিন মঙ্গলবার সকালে স্থানীয়রা চরজব্বার ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডে নুর ইসলাম মিয়ার বাড়ির পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।নিহতের গলায় দড়ির দাগ এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধ করে হত্যা করে অটোরিকশা ও মুঠোফোন নিয়ে পালিয়ে যায়।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া বলেন, “প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড মনে হচ্ছে। তবে মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি। মরদেহের গলায় দড়ি পেঁছানো কালো দাগ রয়েছে, বাম হাতের আঙুল থেতলানো, পিঠের পিছনে জখমের চিহ্ন এবং মুখে কোনো বস্তু গুঁজে দেওয়া হয়েছিল কি না—তা খতিয়ে দেখা হচ্ছে।”
তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে এবং তারা এলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।