মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
13 May 2025 10:36 am
![]() |
ষ্টাফ রিপোর্টার:- শাবরুল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় মমিনুর রশিদ শাইন কে সংবর্ধনা প্রদান করা হয়েছে, এসময় অভিভাবক প্রতিনিধি নুরুন নবী ও শিক্ষক প্রতিনিধি আইরিন পারভীন কে ও সংবর্ধনা প্রদান করা হয়।
সোমবার ১২ ই মে বেলা ১১ টায়, বগুড়া জেলার, শাহজাহানপুর উপজেলার, আশেকপুর ইউনিয়নের শাবরুল উচ্চ বিদ্যালয় সভাকক্ষে এই সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় নব নির্বাচিত সভাপতি মমিনুর রশিদ শাইন তার বক্তব্যে বলেন,"বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে শিক্ষা খাতে যেই অপুরণীয় ক্ষতি সাধন হয়েছে, আমরা সকলে মিলে সেই ক্ষতি পুরণে সচেষ্ট হয়ে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনবো,এবং শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে ভূমিকা গ্রহণ করে বগুড়ার প্রথম সারির বিদ্যালয় গুলোর মত পরিবেশ ও রেজাল্ট আনতে সচেষ্ট থাকতে যাযা করণীয় শিক্ষদের সঙ্গে নিয়ে সেই সব পদক্ষেপ গ্রহণ করবো বলে অঙ্গিকার ব্যাক্ত করেন তিনি।
সে-ই সাথে তিনি শিক্ষকদের উদ্দেশ্যে আরো বলেন "আপনারা আপনাদের মেধাকে কাজে লাগিয়ে প্রতিটি শিক্ষার্থীর অভিভাবকদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রেখে শিক্ষার্থীদের খোঁজ খবর রাখবেন এবং বিদ্যালয়ের পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীরা বাসায় যেনো শৃঙ্খলা বজায় রেখে চলতে পারে সেই বিষয়ে তাদের প্রয়োজনীয় পরামর্শ প্রদান করবেন।
উক্ত বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী প্রতিনিধি কর্তৃক অনুষ্ঠিত উক্ত সংবর্ধনা অনুষ্ঠানের সঞ্চালনা করেন মনোয়ার হোসেনের,এসময় আরো উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন,অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) রাহেলা খাতুন, এবং বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষিকা,বিদ্যালয় পরিচালনা কমিটির কমিটির সদস্য বৃন্দ ও কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।