মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
13 May 2025 10:27 am
![]() |
ইন্দুরকানী (পিরোজপুর) সংবাদদাতা:-বিএনপি ক্ষমতায় এলে নদী শাসন ও খাল খননের উদ্যোগ গ্রহণ করা হবে।জলবায়ু পরিবর্তনজনিত সংকট ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।মৎস্যজীবীদের জন্য মৎস্য পল্লী স্থাপন এবং মৎস্যজীবী ব্যাংকসহ বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করা হবে।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেভাবে গ্রামে গিয়ে খাল খনন করে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিলেন, সেভাবে দেশকে গড়ে তুলতে হবে—এমন মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত এক সমাবেশে বক্তারা।
পিরোজপুরের ইন্দুরকানীতে মৎস্যজীবী দল আয়োজিত রোববার বিকালের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি জাহিদুল ইসলাম।বক্তব্য রাখেন পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, জেলা মৎস্যজীবী দলের সভাপতি তারিকুল ইসলাম নজিবুল,সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ ফরিদ আহম্মেদ,সদস্য সচিব আলমীর কবির মান্নু, যুবদলের আহ্বায়ক আতিকুর রহমান, সদস্য সচিব খাইরুল ইসলাম লাভলু, ছাত্রদলের আহ্বায়ক আল আমিন হোসেন,যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম, মৎস্যজীবী দলের সম্পাদক মামুন কাজী প্রমুখ।