মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
14 May 2025 01:51 am
![]() |
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ-আজ ১২ মে সোমবার বেলা বারো টায় পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের রওশন বাগ এলাকায় ভুক্তভোগী হালিমের পরিবার ও এলাকাবাসীর আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শতাধিক নারী ও পুরুষ অংশগ্রহণ করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন ভুক্তভোগীর হালিম মন্ডলের স্ত্রী নাজমা বেগম, বোন জামাই শফিকুর জোবব্বার, এলাকাবাসী মোঃ হাসান মাহমুদ মিয়া, ফুল মিয়া, ফুল মতি, শেফালী বেগম।
বক্তারা বলেন হালিম মন্ডলের সাথে তার গোষ্ঠী নুর আলম মন্ডলের দীর্ঘকাল ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। পরে এই বিরোধ কে কেন্দ্র করে গত ৯ মে শুক্রবার বিকেলে নুর আলম সহ তার পরিবারের লোকজন হালিম মন্ডলের পরিবারের ওপর হামলা চালায় এতে আত্নরক্ষায় তারা পাল্লা হামলা চালায়। এতে দু পক্ষের সংঘর্ষে নুর আলমের মা গুরুতরো আহত হয় এবং তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়
এবং তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়।বক্তারা আরো অভিযোগ করে বলেন, নুর আলম তার মা রংপুর মেডিকেল কলেজ থেকে বাসায় না নিয়ে এসে হত্যার উদ্দেশ্য অজ্ঞাত স্থানে নিয়ে যায় এবং পরবর্তীতে তাদের বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের পায়তারা করতে থাকে।
তারা পুলিশ প্রশাসের নিকট ঘটনাটির সুষ্ঠ তদন্তের দাবি জানান। মানববন্ধন শেষে বাজারে বিক্ষোভ মিছিল করেন তারা।
এই দিকে এসব দাবি উড়িয়ে দিয়ে অভিযুক্ত নুর আলমের বউ ময়না ও ভাবি রেশমা বেগম জানান তার শ্বাশুড়ি কোহিনূর বেগম গুরুতরো অবস্থায় রংপুর মেডিকেল কলেজেই চিকিৎসাধীন অবস্থায় রয়েছে তাকে কোন অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয় নি।