মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
13 May 2025 01:54 pm
![]() |
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:- বগুড়ার আদমদীঘিতে নেশার ৩২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।গত রোববার (১১ মে) দিবাগত রাতে উপজেলা দত্তবাড়ি পলাশি গ্রামে জনৈক শাহিনুর রহমানের বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, আদমদীঘির সাওইল বেগুনবাড়ি গ্রামের বজলুর রহমান বুলুর ছেলে ছামিউর রহমান ওরফে শামিম (২৮), হাফিজার রহমানের ছেলে সাগর আকন্দ (২৭) ও দত্তবাড়ি পলাশি গ্রামের আবুল সরদারের ছেলে শাহিনুর রহমান (৩৩)।
পুলিশ জানায়, গত রোববার দিবাগত রাতে মাদক বিরোধী অভিযান চলাকালে গোপন সংবাদের ভিক্তিতে আদমদীঘি উপজেলা দত্তবাড়ি পলাশি গ্রামের আসামী শাহিনুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে বিক্রির করার সময় ৩২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ উল্লেখিত তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জএসএম মোস্তাফিজুর রহমান জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজুর করে গতকাল সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে।
আবু মুত্তালিব মতি,আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি