মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
13 May 2025 03:25 pm
![]() |
এস এম সিরাজ বগুড়া:- বগুড়ার ধুনটের চৌকিবাড়ী ইউনিয়নের কৈগাঁতীতে সোমবার ভোরে শফিকুলের বসত ভিটার গাছ ও ধান কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা।এ বিষয়ে ধুনট থানায় অভিযোগ দায়ে করা হয়েছে।
জানান গেছে, বগুড়ার ধুনটের চৌকিবাড়ী ইউনিয়নের কৈগাঁতীতে সোমবার ভোরে শফিকুল ও রফিকুল ২ ভাই ক্রয়কৃত জমিতে ১৮ বছর ধরে বসবাস শুরু করে আসছে।তারা ক্রয় সুত্রে ১৫ শতক জমিতে ধান,কলা গাছ সহ অনেক গাছ লাগিয়েছে।
শফিকুল বলেন সোমবার ভোরে রুদ্রবাড়িয়া স্কুলের শিক্ষক আবুল কালাম আজাদ ফকির, আব্দুল বাসেদ ও আমির উদ্দিন নিজেদের জায়গা দাবী করে গাছ ও ধান কেটে নিয়ে যায়।এতে প্রায় অর্ধ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিক হয়।এটা আমাদের ক্রয়কৃত সম্পত্তি।এ ব্যাপারে ধুনট ধানার ওসি সাইদুল আলম জানান অভিযোগ পাওয়া গেছে।তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।