মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
13 May 2025 02:07 pm
![]() |
এস এম সিরাজ বগুড়া:- বগুড়া শহরের কলোনীতে রাস্তা দখলের অভিযোগে মানব বন্ধন করেছে ১২ নং ওয়ার্ডের লতিফপুর কলোনীর অর্ধশতাধিক এলাকাবাসী।বগুড়া প্রেসক্লাবের সামনে মানব বন্ধনে বক্তব্য রাখেন শাজাহান আলী, মিরাজ হোসেন,মানু, মামুন,প্রমুখ।
বক্তরা বলেন বুলবুল নামের এক ব্যাংকার তারা চকফরিদ মৌজায় মাত্র ৪ (চার) শতক জমি ক্রয় করে জমির উপর বহুতল ভবন নির্মাণ করছেন।এতে তিনি বিহারীদের জন্য সরকারীভাবে বরাদ্দকৃত বিহারী ক্যাম্পের প্রায় ৩ (তিন) শতক জায়গা জবর দখল করেছেন।বক্তারা জবরদখলকৃত বিহারী ক্যাম্প ও রাস্তার জায়গা থেকে অবৈধ দখলদার আছিয়া বেগম ও মোঃ বুলবুলকে উচ্ছেদ করতে হবে বলে দাবী করেন। অবিলম্বে নির্মাণ কাজ বন্ধ করে দখলদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের ও দাবী জানান।