সোমবার, ১২ মে, ২০২৫
12 May 2025 04:48 pm
![]() |
জুবায়ের আহমেদ,বাহুবল(হবিগঞ্জ)প্রতিনিধিঃ- হবিগঞ্জের বাহুবলে কাঁচা বাঁশে লেগে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার ১১ মে সকাল ৮ টার দিকে উপজেলার লামাতাশী ইউনিয়নের চানপুর গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়,বাহুবল উপজেলার ৫নং লামাতাশী ইউনিয়নের চানপুর গ্রামের মৃত রহিম উল্লাহ এর স্ত্রী ফুলমতি বেগম(৫০) রবিবার সকালে বাড়িতে সংসারী কাজ করছিলেন,এসময় ফুলমতি বেগম একটি কাঁচা বাঁশ হাতে নিয়ে কাজ করা অবস্থায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আহত হন।এমতাবস্থায় পরিবার ও বাড়ির লোকজন এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় ফুলমতিকে উদ্ধার করে তাৎক্ষণিক হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফুলমতি বেগমকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ওয়ার্ড মেম্বার আব্দুল আজিজ জানান, নিহত ফুলমতির একটি মেয়ে সন্তান রয়েছে, সে চানপুর গ্রামের ছোট মিয়ার সৎ মা।