সোমবার, ১২ মে, ২০২৫
12 May 2025 04:00 pm
![]() |
ছাদেকুল ইসল রুবেল,গাইবান্ধাঃ- গাইবান্ধার পলাশবাড়ী পৌর শহরের সাবেক ২ নং ওয়ার্ড কাউন্সালার মন্জু তালুকদারের বাসার অকেজো প্রচীর ভাঙ্গা কাজ করতে গিয়ে এক মিস্ত্রি রহস্য জনক ভাবে দেয়াল চাপায় মারা যাওয়ার অভিযোগ উঠেছে।
১১ মে রোববার সকালে ১০ টায় পৌর শহরের গৃধারীপুর এই ঘটনাটি ঘটে।
নিহত হলেন,পলাশবাড়ী পৌর শহরের গৃধারীপুর গ্রামের সিরাজের পুত্র ও ২ নং ওয়ার্ডেে স্ব”ছাসেবক দল আহবায়ক লতিফের পিতা রফিকুল ইসলাম মিস্ত্রি (৫৩)।
জানা যায়,পলাশবাড়ী পৌর শহরের সাবেক ২ নং ওয়ার্ড কাউন্সলার মঞ্জু তালুকদারের বাড়ীতে সে ছোট বেলা থেকে সংসারের সব ধরনের কাজ করেন। কাজের ধারাবাহিকতায় আজ রোববার বাসার সিমানার একটা অকেজো প্রাচী ভাঙ্গার কাজ শুরু করলে মন্জু তালুকদার এর স্ত্রী প্রাচীর ঝুঁকি পূর্ণ হওয়ায় তাকে কাজ করতে বাধা দিলে সে বাধা উপেক্ষা করে প্রচীর ভাঙ্গার কাজ শুরু করেন। অসাবধনাবসত প্রাচী ভেঙে সে প্রাচীরের নিচে চাপা পড়ে ঘটনা¯’ালে মৃত্যুবরণ করেছেন বলে মন্জু তালুকদার পরবিারের দাবী করেন। ঘটনার ৫ ঘন্টা পেরিয়ে গেলেও থানা পুলিশকে বিষয়টি না জানিয়ে তড়িঘড়ি করে দফনের চেষ্টা করায় এলাকায় মৃত্যু নিয়ে চাপা মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অজ্ঞত কয়েকজন বলেন মৃত না অন্য কিছু বিষয়টি খতিয়ে দেখা দরকার।
নিহতের পরিবার জানায়, নিহতকে মন্জু তালুকদারের জায়গায় দাফন হবে,আর নিহত এর ¯’লে তার স্ত্রীকে কাজে দায়ীত্ব নিবেন বলে নিহত পরিবারকে আশাস্ত করেন মঞ্জু তালুকদার।
নিহিতর বিষয়টি পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী ভুট্টু,র কাছে জানতে চাইলে তিনি এ বিষয়ে কিছুই জানেন না বলে জানান।