রবিবার, ১১ মে, ২০২৫
12 May 2025 02:33 pm
![]() |
পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধিঃ-রংপুরের পীরগঞ্জে শনিবার বিকেলে কৃষক মাঠ দিবস পালিত হয়েছে।উপজেলার শানেরহাট ইউনিয়নের রায়তী সাদুল্যাপুর গ্রামের ফসলি মাঠে সুপ্রীম সীড কোম্পানির উদ্যোগে কৃষকদের নিয়ে ওই মাঠ দিবস পলিত হয়।
মাঠ দিবসে উচ্চ ফলনশীল জাতের ভূট্টা ও বোরো আবাদ বাস্তবায়নে কৃষকের করণীয় নিয়ে উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রব মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কৃষকদের পরামর্শ দেন সুপ্রীম সীড কোম্পানীর সোনাতলা অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ তৌহিদ হোসেন।
এসময় উপস্থিত ছিলেন সুপ্রীম সীড কোম্পানির ডিলার মেসার্স রাসু ট্রেডাস এর স্বত্বাধিকারী রাসেদুল ইসলাম, খুচরা বিক্রেতাসহ স্থানীয় শতাধিক কৃষক। শেষে উপস্থিত কৃষকদের নিয়ে লটারীর মাধ্যমে ৫ জন কৃষককে পুরস্কৃত করা হয়।
মোঃ আকতারুজ্জামান রানা