রবিবার, ১১ মে, ২০২৫
12 May 2025 01:37 pm
![]() |
পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধিঃ-রংপুরের পীরগঞ্জ উপজেলার ওসমানপুর মৌজায় সরকারি সার্ভেয়ারকে জমি পরিমাপে বাঁধা দেয়াকে কেন্দ্র করে সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় ৩ জন আহত হয়েছে এবং জমিতে বলপুর্বক বাঁশের বেড়া নির্মান।
ঘটনাটি গত ৭ মে পীরগঞ্জ থানা পুলিশকে লিখিতভাবে অবগত করা হয়েছে।মামলার বাদী উপজেলা সদরের প্রজাপাড়া গ্রামের মৃত তসলিম উদ্দিন্রে ছেলে তৌহিদুল ইসলাম মন্ডল অভিযোগে উল্লেখ করেন-আমার বাবার ক্রয়কৃত সম্পত্তি ওসমানপুর মৌজার জে এল-২৩৪,৬১৬ খতিয়ানভুক্ত সাবেক দাগ ১০৯১ হাল দাগ ২০০৯,২০১৫ এর ১২ দশমিক ৫০ শতক জমি দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছি। ঘটনার দিন গত ১৩ ফেব্রæয়ারী রংপুর জেলা প্রশাসকের দপ্তর হতে সরকারি সার্ভেয়ার ওই জমি পরিদর্শনে এলে বিবাদী রাজারামপুর গ্রামের আব্দুর রশিদ আকন্দের ছেলে মাসুম আকন্দ(৪২),মৃত আব্দুল গনি আকন্দের ছেলে আব্দুর রশিদ আকন্দ(৬৬),ওসমানপুর গ্রামের মৃত এমাজ উদ্দিনের ছেলে তাজুল ইসলাম(৫২),মৃত খেজের উদ্দিনের ছেলে তারাজুল ইসলাম(৪৫),আব্দুস সোবহানের ছেলে মশিউর রহমান((৩৬)সহ অজ্ঞাতনামা ১৫/১৬ জন ব্যক্তি বাধা প্রদান করে।
এ সময় নিষেধ করায় তারা অভিযোগকারিসহ তার ছোট ভাই রেজাউল ইসলাম মন্ডল ও তারেকুল ইসলাম মন্ডলকে এলোপাথাড়ী মারপিট করে আহত করার পর জীবননাশের হুমকি দিয়ে ওই জমিতে বলপুর্বক বাঁশের বেড়া দেয়। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় আবারও রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করা হচ্ছে।
মোঃ আকতারুজ্জামান রানা