শনিবার, ১০ মে, ২০২৫
10 May 2025 05:25 am
![]() |
৭১ভিশন ডেস্ক:- পাকিস্তানের ড্রোন হামলায় ভারতের পাঞ্জাবে তিনজন আহত হয়েছেন। যাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। শুক্রবার (৯ মে) রাতে এ হামলা হয় বলে জানিয়েছে ভারতের শীর্ষস্থানীয় গণমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়, শুক্রবার রাতে পাকিস্তান থেকে ছোড়া ড্রোনে ভারতের পাঞ্জাবের ফিরোজপুরে একই পরিবারের তিনজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
হামলায় তিনজন দগ্ধ হয়েছেন- যাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
ফিরোজপুরের পুলিশ কর্মকর্তা ভুপিন্দার সিং সিধু বার্তা সংস্থা এএনআইকে বলেন, আমরা তিনজন মানুষ আহত হওয়ার খবর পেয়েছি। তারা আগুনে দগ্ধ হয়েছেন। চিকিৎসকরা তাদের চিকিৎসা করবেন।
বেশিরভাগ ড্রোন প্রতিহত করেছে সেনাবাহিনী।
স্থানীয় একটি হাসপাতালে আহত লোকজনকে চিকিৎসা দেওয়া একজন চিকিৎসক জানান, একই পরিবারের আহত তিন সদস্যের মধ্যে দুজন অপেক্ষাকৃত কম দগ্ধ হয়েছেন। ড্রোন থেকে ছোড়া বোমায় তিনজন মানুষ আহত হন। তাদের মধ্যে একজন নারীর অবস্থা গুরুতর, যিনি মারাত্মকভাবে দগ্ধ।
অন্য দুজন সামান্য দগ্ধ হন। আমরা তাৎক্ষণিকভাবে তাদের চিকিৎসা শুরু করি। তারা একই পরিবারের।
এনডিটিভির প্রতিবেদনে উল্লেখ করা হয়, শুক্রবার রাতে আরেকবার বেশ কিছু ড্রোন হামলা শুরু করে পাকিস্তান। এর লক্ষ্যবস্তু উত্তর ভারতের কিছু এলাকা।
সংবাদমাধ্যমটি আরো জানায়, জম্মু, সামবা ও পাঠানকোট সেক্টরে শুক্রবার ড্রোন দেখা যায়। আকাশে লাল রেখা দেখা যায় এবং জম্মুর সামবা সেক্টরে বিস্ফোরণের আওয়াজ পাওয়া যায়।
ওই সময় বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় পাকিস্তানি ড্রোনগুলো প্রতিহত করে ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।
পাকিস্তানের সঙ্গে উত্তেজনার মধ্যে সীমান্তের ভারত অংশে অনেক এলাকায় সতর্কতামূলক বিদ্যুৎহীনতা কার্যকর করা হয়েছে।
কালের কণ্ঠ