শনিবার, ১০ মে, ২০২৫
10 May 2025 05:22 am
![]() |
৭১ভিশন ডেস্ক:- সাংবাদিকদের নামে মিথ্যা মামলা নিয়ে অন্তর্বর্তী সরকার বিব্রত বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।তিনি জানান, সাংবাদিকদের নামে কেউ মিথ্যা মামলা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। গতকাল শুক্রবার রাতে রাজধানীর গুলশান ক্লাবে নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা আসিফ নজরুল বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে সাংবাদিকদের দাস বানানো হয়েছিল।
বর্তমানে যদি সাংবাদিকদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়, তাহলে মিথ্যা মামলা দায়েরকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।এদিকে আওয়ামী লীগ সরকারের মতো গণমাধ্যমকে যাতে আবারও একই পরিস্থিতিতে পড়তে না হয়, সেদিকে নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন নোয়াবের সভাপতি এ কে আজাদ। গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজের নিশ্চয়তা দেওয়ার দাবি জানান তিনি।
অন্যদের মধ্যে ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম বলেন, খুনের মামলায় সাংবাদিকদের জড়ানোয় দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে।
২৬৬ জন সাংবাদিক হত্যা মামলার আসামি। এতে বিশ্বের কাছে আমাদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, আইনের অপব্যবহার হচ্ছে। এই পরিবেশে সাংবাদিকতা হতে পারে না।আ. লীগ নিষিদ্ধের বিষয়ে দ্বিমত নেই : আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে উপদেষ্টা পরিষদে কোনো দ্বিমত নেই বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল।
সাবেক রাষ্ট্রপতি মো.আবদুল হামিদের দেশত্যাগে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের ভূমিকা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। এমন প্রেক্ষাপটে গতকাল শুক্রবার ফেসবুকে এক বার্তায় আইন উপদেষ্টা নিজের অবস্থান স্পষ্ট করেন।
আসিফ নজরুল লিখেছেন,আমি আপনাদের সুস্পষ্টভাবে জানাতে চাই, খুনের মামলার আসামি সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিদেশ গমনে বাধা দেওয়ার দায়িত্ব পুলিশ ও গোয়েন্দা এজেন্সিগুলোর, যা কোনোভাবেই আমার আইন মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত বিষয় নয়।’
কালের কণ্ঠ