শুক্রবার, ০৯ মে, ২০২৫
10 May 2025 07:07 am
![]() |
৭১ভিশন ডেস্ক:- ভারতের বিভিন্ন বর্ডার এলাকায় হামলার পর দিল্লিতে জারি করা হয়েছে উচ্চ সতর্কতা। বাড়ানো হয়েছে নিরাপত্তা। সঙ্গে বাতিল করা হয়েছে সরকারি কর্মচারীদের ছুটি। সন্ধ্যার দিকে এক আদেশে, দিল্লি সরকারের পরিষেবা বিভাগ তার কর্মীদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ছুটিতে যেতে নিষেধ করেছে।
দিল্লীর ঐতিহাসিক যুদ্ধ স্মারক ইন্ডিয়া গেট থেকে পর্যটক ব্যবসায়ী সকলকে চলে যেতে বলা হয়েছে। পুলিশ ঘোষণা দিয়ে এলাকা ছেড়ে সবাইকে চলে যেতে বলেছে।অই এলাকায় নিয়ন্ত্রন করা হয়েছে যান চলাচল।
কর্মকর্তারা জানিয়েছেন, যেকোনো জরুরি পরিস্থিতিতে স্বাস্থ্য ও দুর্যোগ ব্যবস্থাপনার প্রস্তুতি পর্যালোচনা করার জন্য জেলা ম্যাজিস্ট্রেটরা তাদের অধস্তনদের সাথে বৈঠক করেছেন। একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, যে কোনো পরিস্থিতিতে ‘পুলিশ সতর্ক থাকবে এবং সক্রিয় থাকবে। বাড়ানো হয়েছে রাতের নজরদারি। ঝুকিপূর্ণ এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।
উল্লেখ্য, গতকাল রাতে ভারতের বেশ কিছু স্থানে বিস্ফোরণ হয়। এরপর ব্ল্যাকআউট হয়ে যায় অনেক স্থান, বেজে উঠে সাইরেন। এরপরই সতর্কতামূলক দেশের বিভিন্ন স্থানে নিরাপত্তা জোরদার করে ভারত সরকার।
খবর এনডিটিভির।