বৃহস্পতিবার, ০৮ মে, ২০২৫
11 May 2025 04:19 am
![]() |
সাইফুর রহমান শামীম,কুড়িগ্রাম প্রতিনিধি:-সারাদেশে ৩৬ জেলার বিআরটিএ অফিসে দুদকের অভিযানের অংশ হিসেবে কুড়িগ্রামে বিআরটিএ অফিসে অভিযানে চালিয়েছে দুদক।
বুধবার সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় মোটর সাইকেলের রেজিষ্ট্রেশন করে দেয়া কথা বলে ১২ হাজার টাকা নেয়ায় সময় রাজু মিয়া নামের একজনকে হাতেনাতে আটক করে দুদক।পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়েকুল হাসান খান এর আদালতে রাজু মিয়ার ৩ দিনের জেল দেয়া হয়।
কুড়িগ্রাম দুদকের উপসহকারী পরিচালক মোহাম্মদ আতিকুর রহমান জানান,সারাদেশে অভিযানের অংশ হিসেবে কুড়িগ্রাম বিআরটিএ অফিসে অভিযান পরিচালনার সময় একজনকে ১২ হাজার টাকাসহ আটক করা হয়।পরে তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে ৩ দিনের জেল দেয়া হয়। তিনি বিআরটিএ অফিসে চাকরী না করলেও দীর্ঘদিন ধরে অতিরিক্ত টাকার বিনিময়ে গাড়ির রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্স প্রদানে সহযোগীতা করে আসছিলেন। এছাড়াও বিআরটিএ অফিসে ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির রেজিস্ট্রেশন প্রদানে কোন অনিয়ন আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।