সোমবার, ০৫ মে, ২০২৫
06 May 2025 11:51 pm
![]() |
নিজস্ব প্রতিবেদক:- বগুড়া পৌরসভার ২১নং ওয়ার্ডের ভাটকান্দি উত্তপাড়া (আহলে হাদিস মসজিদ লেন) এলাকায় বসতবাড়িতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।রবিবার (৪ মে) বিকেলে সাইফুল ইসলাম নামের এক টাইলস মিস্ত্রির বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পরে স্থানীয়রা ঘটনাস্থলে এসে আগুন নিভিয়ে ফেলেন।
এ ঘটনায় বগুড়া ফায়ার সার্ভিসকে একাধিকবার ফোন করে আগুন লাগার বিষয়টি জানানো হলেও তারা দেরিতে ঘটনাস্থলে আসেন। এসময় আগুনে পুড়ে সাইফুলের বাড়ির আসবাবপত্র ও নগদ অর্থসহ প্রায় ৫লক্ষাধিক টাকার ক্ষতি হয়।ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক সাইফুল ইসলাম জানান, দুপুরের খাবার সময় হঠাৎ আগুন লাগার বিষয়টি তার স্ত্রী তাকে জানান।সাথে সাথে এলাকাবাসী ছুটে এসে প্রায় আধাঘন্টার ব্যবধানে আগুন নিভিয়ে ফেলেন।
প্রতিবেশিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা ফায়ার সার্ভিসকে একাধিকবার খবর দিলেও আগুন নিভানো শেষ হলে তারা ঘটনাস্থলে পৌঁছে।তিনি বলেন, আগুনে পুড়ে বাড়ির আসবাবপত্র ও নগদ অর্থসহ প্রায় ৫লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এদিকে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুনে পুড়ে যাওয়া আসবাবপত্রের ক্ষয়ক্ষতির বিষয়টি লিপিবদ্ধ করেছেন।