মঙ্গলবার, ০৬ মে, ২০২৫
06 May 2025 06:44 am
![]() |
বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটি পূর্ণ গঠনের দাবিতে সোমবার বগুড়া জেলা প্রমাসক হোসনা আফরোজার কাছে স্মারকলিপি প্রদান করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া শহর শাখা। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি গোলাম রব্বানী, কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল মতিন, শহর সভাপতি আজগর আলী, সেক্রেটারী আনোয়ারুল ইসলাম মাস্টার, শ্রমিক নেতা জহুরুল ইসলাম বাদশা,পরিবহন সেক্টরের সভাপতি এজাজ আহম্মেদ আসলাম প্রমুখ।
স্মারকলিপি প্রদান শেষে শ্রমিক কল্যাণ ফেডারেশনের পরিবহন সেক্টরের সভাপতি এজাজ আমম্মেদ আসলাম বলেন মোটর শ্রমিক ইউনিয়ন সারা দেশের মধ্যে বৃহত্তম ঐতিহ্যবাহী একটি গুরুত্বপূর্ণ ট্রেড ইউনিয়ন এবং জুলাই পরবর্তী সময়ে এর গুরুত্ব আরো বেশি বৃদ্ধি পেয়েছে।ইতিমধ্যে ১৩তম ত্রি-বার্ষিক নির্বাচন ঘিরে শ্রমিকদের মধ্যে ব্যাপক আগ্রহ উৎসাহ ও উদ্দীপনা তৈরি হয়েছে। তাই সাধারণ নির্বাচন অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ, উৎসবমুখর ও দলীয় প্রভাব মুক্ত ভাবে অনুষ্ঠিত হওয়া বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সকল সদস্যদের প্রাণের দাবি।
নির্বাচনকে অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ ও উৎসবমুখর করার জন্য গঠনতন্ত্রের আলোকে নির্বাচন কমিশন গঠন করা প্রয়োজন। আমি লক্ষ্য করছি বর্তমানে নেতৃবৃন্দ ও নির্বাচন কমিশন যোগসাজস করে গঠনতন্ত্রকে পাশ কাটিয়ে নিজেদের ইচ্ছে মতো নির্বাচন কমিশন গঠন করেছেন। যা নির্বাচনের প্রার্থী সাধারণ শ্রমিক ও বগুড়াবাসীকে হতাশ করেছে।
তিনি গঠনতন্ত্রের আলোকে বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন কমিশন গঠন করে একটি অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচনের জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করতে জেলা প্রমাসকের সহযোগিতা কামনা করেন।