রবিবার, ০৪ মে, ২০২৫
10 May 2025 10:51 am
|
কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ রোববার সকালে বগুড়ার কাহালু উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে নবাগত মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ছাকমান আলীকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্য জোটের জেলা ও উপজেলা কমিটির নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্য জোট কাহালু উপজেলা আহবায়ক কমিটির আহবায়ক ফজলার রহমান, সদস্য সচিব পি এম রেজওয়ানুন নবী, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক নুরুল ইসলাম, প্রধান শিক্ষক আফছার আলী, প্রধান শিক্ষক আব্দুল হান্নান, সহকারি শিক্ষক আব্দুল বারী, ইয়াকুব আলী, সাজ্জাদ হোসেন, আতিকুল ইসলাম সহ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্য জোটের অন্যান্য নেতৃবৃন্দ