শুক্রবার, ০২ মে, ২০২৫
10 May 2025 03:09 pm
![]() |
মোকছেদুল মমিন মোয়াজ্জেম,হিল (দিনাজপুর) প্রতিবেদক:-আন্তর্জাতিক মে দিবস ও সাপ্তাহিক ছুটিসহ দুইদিন বন্ধ রয়েছে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি। বন্ধ আছে বন্দর অভ্যন্তরীণ সকল কার্যক্রম। তবে স্বাভাবিক রয়েছে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্ট ধারী যাত্রী পারাপার।
বৃহস্পতিবার ( ১ মে) সকালে বিষয়টি জানিয়েছেন হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি কারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী।
তিনি জানান, আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার ভারতের সাথে এই বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ আছে। এছাড়াও বন্দরের সকল কার্যক্রমও বন্ধ রয়েছে। আগামীকাল শুক্রবার সাপ্তাহিক ছুটিসহ দুইদিন পর আগামী শনিবার থেকে আবারও এই
আমদানি-রপ্তানি স্বাভাবিক হবে।
এদিকে হিলি ইমিগ্রেশন ওসি আরিফুল ইসলাম জানান, মে দিবস উপলক্ষে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও এই ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্ট ধারী যাত্রী পারাপার স্বাভাবিক আছে।