বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
10 May 2025 09:43 pm
![]() |
পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধিঃ-রংপুরের পীরগঞ্জে মসজিদ ও মাদ্রাসা উচ্ছেদসহ মসজিদ ও মাদ্রাসার জমি দখলে নেয়ার অভিযোগ উঠেছে চতরা ইউপি’র সোনাতলা ঝাকিয়াপাড়া গ্রামের এক প্রতাবশালীর বিরুদ্ধে। ওই ঘটনায় দারুস সুন্নাহ ক্বওমী একাডেমী মাদ্রাসা ও এতিখানার মোহতামিম হাফেজ মাওলানা আমীর হামজা গত ২৭ এপ্রিল পীরগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন।
পুলিশ ও এলাকাবাসী জানায়, ২০২৩ সালে প্রত্যন্ত পল্লী সোনাতলা গ্রামের ধর্মপ্রাণ মুসলমানগণ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণের উদ্যোগ নিলে একই গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে রফিকুল ইসলাম ২৪ শতক জমি মসজিদ ও মাদ্রাসার নামে দলিল করে দেয়। ২০২৪ সালে নীচু স্থানে মাটি ভরাটের পর তুরস্ক সরকারের অর্থায়নে সেখানে মসজিদ ও মাদ্রাসা নির্মাণ করা হলে দ্বীনি শিক্ষা কার্যক্রম চলতে থাকে। পৈতৃক সুত্রে প্রাপ্ত ৬৩ শতক জমিতে মৃত লাল মিয়া শেখের ২ ছেলে রফিকুল ইসলাম ও আব্দুল হাই শেখ স্ব-স্ব সীমানায় দীর্ঘ কয়েক যুগ ধরে ভোগ দখল করে আসছিল।
প্রশস্ত সড়ক সংলগ্ন রফিকুল ইসলামের ভোগ দখলীয় সীমানায় মসজিদ ও মাদ্রাসা নির্মাণ হয়। গত বছরের ডিসেম্বর মাসে হঠাৎ করে আব্দুল হাই শেখ তার ভোগ দখলীয় সীমানার পরিবর্তে মসজিদ ও মাদ্রাসার স্থানে তার সীমানা দাবি করে জায়গা ছেড়ে দিতে বলেন। এর কয়েকদিন পর স্বজন ও ভাড়াটে লোকজনসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে মসজিদ ও মাদ্্রাসা মাঠে প্রবেশ করে শিক্ষক শিক্ষার্থীদের ভয় ভীতি প্রদর্শন করলে আতংকিত শিক্ষক ও শিক্ষার্থী চলে যায়। এ সময় মহেন্দ্র ট্রলি দিয়ে মাঠ ভর্তি কাদা মাটির অর্ধশতাধিক স্তুপসহ ভবন নির্মাণে কয়েক হাজার ইট রাখা হয়। পাশাপাশি মসজিদ ও মাদ্্রাসার ঘর দ্রæত অন্যত্র সরিয়ে নিতে বলা হয়। ওই গ্রামের বাসিন্দা আবু শ্যামা ও ওমর ফারুক জানান, ঢাকঢোল পিটিয়ে কয়েকটি গরু-ছাগল কুরবানি দিয়ে আশে পাশের কয়েক হাজার ধর্মপ্রান মুসলমান এই মসজিদ ও মাদ্রাসা নির্মাণ করে।
আব্দুল হাই শেখ পারিবারিক সম্পত্তি নিয়ে দ্ব›েদ্বর জের ধরে মসজিদ ও মাদ্রাসার উপরে ক্ষোভ ঝাড়ছেন। কয়েকমাস ধরে দ্ব›দ্ব নিরসনে চেষ্টা করা হচ্ছে। যে কোন মুহুর্তে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করা হচ্ছে। সরেজমিন ঘুরে দেখা গেছে,গ্রামের মানুষ আব্দুল হাই শেখের উপরে প্রচন্ড ক্ষিপ্ত। উনি এর আগেও গ্রামের মসজিদ অনত্র সরাতে বাধ্য করেছিলেন।ওসি এমএ ফারুক জানান, অভিযোগ পেয়েছি, একজন কর্মকর্তাকে তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে। আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওই এলাকায় পুলিশি নজরদারি রয়েছে।
মোঃ আকতারুজ্জামান রানা,পীরগঞ্জ,রংপুর