বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
10 May 2025 05:04 pm
![]() |
বগুড়া পৌরসভার ১৩নং ওয়ার্ডের কৈগাড়ী পূর্ব পাড়ায় অবৈধভাবে জায়গা দখল করে বাড়ি নির্মান করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) বেলা ১২টায় বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন কৈগাড়ী পূর্ব পাড়ার মৃত আফজাল হোসেন এর ছেলে মোঃ বেলাল হোসেন মন্ডল।
লিখিত বক্তব্যে তিনি বলেন, কৈগাড়ী মৌজার ৫৫০নং দাগের সম্মত্তি সিএস ৩০নং খতিয়ান ভূক্ত যা আমার দাদী আবেদন নেছা বিবি নামে লিখিত। কছিরন পরলোক গমণ করলে তার পুত্র আমার পিতা-মৃত: আফজাল হোসেন ওয়ারিশ সূত্রে প্রাপ্ত হয়। আমার পিতার মৃত্যুর পর আমি ওয়ারিশ সূত্রে উক্ত সম্পত্তি প্রাপ্ত হলে স্বত্ববান ও দখলকার রয়েছি।কিন্তু একজন প্রভাবশালী রাজনীতিবিদের প্রত্যক্ষ মদদে বে-দখল করার জন্য একই এলাকার মোঃ আব্দুল হামিদ ও মোছাঃ হামিদা উঠে পড়ে লেগেছে।
আমি অত্যান্ত অসহায় নিরীহ মানুষ। তারা আমার সি.এস আমল হতে স্বত্ব দখলীয় ৪.০৪ শতক জায়গায় বে-আইনী ও অবৈধভাবে বে-দখল করে ঘর বাড়ী নির্মান করছে। আমি ও আমার পরিবার পরিজন বাধা দিলে তারা ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেয়।উক্ত মোঃ আব্দুল হামিদ ও হামিদা গত ১৬ এপ্রিল সকাল অনুমান ৯টার সময় হুমকি ভয়ভীতি দেখালে আমরা পুলিশকে বিষয়টি অবগত করি।পুলিশ তাৎক্ষণিক ঘটনা স্থলে যায় এবং অবৈধ কার্যক্রম হতে তাদেরকে বিরত থাকতে বলে।পরে উভয় পক্ষকে থানায় গিয়ে আপোষ করার আহŸান জনায় পুলিশ। কিন্তু আব্দুল হামিদ ও হামিদা থানা পুলিশ কর্মকর্তার কথা অমান্য করে।এরপর আমি ওইদিন শাজাহানপুর থানায় একটি জিডি দায়ের করি।এমতাবস্থায় আমি জানমাল ও উক্ত জমিজমার নিরাপত্তা চেয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।