মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
29 Apr 2025 05:38 pm
![]() |
ইয়ামিন হোসেন:- ঢাকায় ৬তলা বিল্ডিং থেকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন ইব্রাহিম ও গুরুত্বর আহত হয় ছোট ভাই কালিমোল্লা ও ভাগিনা সাকিল।
গত ২১শে এপ্রিল সন্ধ্যায় ঢাকায় একটি নির্মাণধীন ভবনে এ ঘটনা ঘটে।মৃত্যু ইব্রাহীম কে কেউ দাফনে ব্যস্ত কেউ সাকিল ও কালিমোল্লার চিকিৎসায় ব্যস্ত ছিলেন।
এ হাসপাতাল ওই হাসপাতালে ছুটাছুটি করেও বাঁচানো গেল না সাকিল (২২) কে৷চিকিৎসাধীন অবস্থায় ঢাকা শ্যামলী একটি প্রাইভেট হাসপাতালে ২৮শে এপ্রিল দুপুর ১২টায় সাকিল মৃত্যুবরণ করেন। ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাহী রাজিউন।
সাকিল পূর্ব ইলিশা ৭নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য জসিম হাওলাদারের বড় ছেলে৷ এদিকে মামার পরে ভাগিনার মৃত্যু অন্যদিকে হাসপাতালে বেডে কাতরাচ্ছে আরেক মামা কালিমোল্লা।এ যেন এক নিয়তি। সম বয়সী মামা-ভাগিনা চলাফেরা ও ছিল এক সাথে চলেও গেলেন এক সাথে। সাকিল ও ইব্রাহীমের পরিবারের চলছে শোকের মাতম।