মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
29 Apr 2025 08:43 pm
![]() |
কবির হোসেন মিজি:- গোসল করতে গিয়ে ১দিন নিখোঁজের পর ডাকাতিয়া নদীতে ভেসে উঠলো কলেজ ছাত্র সৌম্যজিৎ সরকার আপনের লাশ।
সোমবার (২৮ এপ্রিল) বিকেলে চাঁদপুর গাছতলা ব্রিজ সংলগ্ন ডাকাতিয়া নদীতে আপনের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা খবর দেয় থানায়।পরে চাঁদপুর কোস্ট গার্ড ও নৌ ফায়ার সার্ভিসের ডুবরি দল এসে তার মরদেহ উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে।
চাঁদপুর শহরের গুনরাজি এলাকায় ডাকাতিয়া নদীতে রোববার বন্ধুদের সাথে গোসল করতে নেমে আপন পানিতে তলিয়ে যায়।
চাঁদপুর মডেল থানা পুলিশ হাসপাতালে গিয়ে আপনের মরদেহ সুরতহাল করেন।
আপন জেলা শহরের মিশন রোড এলাকার বাসিন্দা ও পুরানবাজার ডিগ্রি কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী। তার বাবা মানিক রঞ্জন সরকার হাজীগঞ্জ উপজেলার মেনাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার (২৭ এপ্রিল) দুপুর ১২টার দিকে আপন তার কয়েকজন বন্ধুর সঙ্গে ডাকাতিয়া নদীতে গোসল করতে নামে। পরে তারা সাঁতরে নদীর এক পাড় থেকে অন্য পাড়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় একটি নৌযানের সৃষ্ট প্রচণ্ড ঢেউয়ের কবলে পড়ে নদীতে তলিয়ে নিখোঁজ হয় আপন। তবে তার সঙ্গে থাকা অন্য বন্ধুরা নিরাপদে তীরে উঠে আসতে সক্ষম হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের ডুবুরি দল নদীর ঘটনাস্থলে নেমে উদ্ধার অভিযান চালায়।
আপনের মা শান্তা সরকার জানান, ছেলে অল্প সাঁতার জানতো এবং কাউকে না জানিয়েই নদীতে গোসল করতে গিয়েছিল।
ফায়ার সার্ভিসের নৌ-ইউনিটের টিম লিডার আলী আহম্মদ জানান, দুপুর আড়াইটার দিকে নিখোঁজ হওয়ার সংবাদ পেয়ে তারা ২টা ৫৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। সন্ধ্যা ৭টা পর্যন্ত অভিযান চালানো হলেও নিখোঁজ হওয়া ছাত্রের সন্ধান পাওয়া যায়নি।
একদিন পর সোমবার বিকেলে গাছতলা চরমেশা এলাকার ডাকাতিয়া নদীতে আপনের মৃতদেহ ভেসে উঠতে দেখে স্থানীয়রা। পরে চাঁদপুর নৌ-ফায়ার সার্ভিস সেখান থেকে লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করেন।
আপনের মারা যাওয়ার ঘটনাটি প্রশাসনের কাছে সুষ্ঠ তদন্তের দাবি জানান পরিবারের স্বজনরা।