মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
29 Apr 2025 08:49 pm
![]() |
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ- পীরগঞ্জের সরকারি শাহ্ আব্দুর রউফ কলেজের শিক্ষক সেরাজুল ইসলাম মন্ডলের অবসর জনিত কারণে বিদায় অনুষ্ঠান হয়েছে।
সোমবার দুপুরে কলেজের শিক্ষক মিলনায়তনে অধ্যক্ষ প্রফেসর মোঃ আবু বকর সিদ্দিক সরকার সভাপতিত্বে বক্তব্য রাখেন, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক জাহিদুল ইসলাম রুবেল, লায়লা পারভীন,শহিদুল ইসলাম, আলমগীর কবির, মাসুদ সরকার, আওরঙ্গজেব,খাদিমা রব্বানী, ফরহান বাদশা এবং সেমিনার সহকারী জাহিদুল ইসলাম।রসায়ন বিভাগের প্রভাষক সেরাজুল ইসলাম মন্ডলের ৩৩ বছর চাকরী জীবনের অবসর জনিত ওই বিদায় অনুষ্ঠানে স্মৃতিচারণ করতে গিয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। শুনশান নিরবতার মধ্যে বিদায়ী মানপত্র পাঠ করেন অনুষ্ঠানের সঞ্চালক লাইব্রেরিয়ান রাশেদুন্নবী সাজন।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ ড. মুহাম্মদ মফিদুল ইসলাম এবং পবিত্র গীতা পাঠ করেন ইন্দ্রাণী বর্মন। কলেজের শিক্ষক পরিষদের আয়োজনে অনুষ্ঠানটি হয়েছে।
উল্লেখ্য, ১৯৯২ সালে পীরগঞ্জ শাহ আব্দুর রউফ কলেজে প্রভাষক হিসেবে সেরাজুল ইসলাম মন্ডল সেলিম যোগদান করেন।এরপর তিনি চলতি বছরের ২৩ এপ্রিল অবসর গ্রহন করেন।কলেজটি ২০১৮ সালে সরকারি করণ করা হয়।
মোঃ আকতারুজ্জামান রানা,পীরগঞ্জ,রংপুর