শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
25 Apr 2025 08:21 pm
|
কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ শুক্রবার বিকেলে বগুড়ার কাহালু পৌর মঞ্চে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন কাহালু উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবুল কালাম আজাদ তালুকদার।
উক্ত কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও কাহালু-নন্দীগ্রাম এলাকার সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো. মোশারফ হোসেন।
কর্মী সম্মেলনের উদ্বোধন করেন বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল। কর্মী সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ।
কাহালু উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফাহিম আহম্মেদ সুমন এর সঞ্চালনায় উক্ত কর্মী সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাহালু উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব আব্দুল মান্নান, পৌর বিএনপির সভাপতি আনিছার রহমান আনিছ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউ পি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন আজাদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক হাফিজার রহমান বাবু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মাদ আলী ভূইয়া, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুল করিম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রভাষক মো. শাহাবুদ্দিন, বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক সাহিদুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি খন্দকার মাহমুদুর রহমান শিমু, সহ-সভাপতি এস এম বজলুর কবির টোটন, শরিফুল ইসলাম মুক্তা, আরমান পারভেজ সোহাগ, মোখলেছুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে রাব্বী সেতু, যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ মাহমুদ, সাঈদ সুলতান সজিব, রাইসুল ইসলাম রিমন, বগুড়া সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আল আমিন সরকার সিফাত, সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম শিপন, বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক খালেকুজ্জামান রাহী,সহ-সাংগঠনিক সম্পাদক সাবিরুল ইসলাম চঞ্চল, দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান সুমন প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন কাহালু পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোস্তাকিন রহমান, সিনিয়র যুগ্ম আহবায়ক আবু জর আল গেফারী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক তানভির আহম্মেদ, আল আমিন সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। এ রির্পোট লেখা পর্যন্ত কর্মী সম্মেলন চলছিল।