শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
25 Apr 2025 07:37 am
![]() |
আমার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমানসহ চার সাংবাদিকের বিরুদ্ধে মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের দায়ের করা মামলার প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন হয়েছে।
আজ বৃস্পতিবার দুপুরে শহরের ঐতিহাসিক সাতমাথায় আমার দেশ পাঠক মেলার আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে বক্তব্য রাখেন বগুড়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক মীর সাজ্জাদ আলী সন্তোষ, সাবেক সভাপতি রেজাউল হাসান রানু, সদস্য সচিব সবুর শাহ লোটাস, মহসিন আলি রাজু, এফ শাহজাহানসহ সাংবাদিক নেতৃবৃন্দ,স্থানীয় গনমাধ্যমকর্মী, বাংলাদেশ গনতান্ত্রিক ছাত্র সংসদের নেতৃবৃন্দ, জাতীয় নাগরিক পার্টিসহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।মানবন্ধনে অনতিবিলম্বে আওয়ামী স্বৈরাচারের দোসরের দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।এছাড়া ভারতীয় এজেন্ট মেঘনা গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারকে সতর্ক থাকারও আহবান জানানো হয়।
আগামী ২৪ ঘন্টার মধ্যে মামলা প্রত্যাহার না করে হলে বৃহত্তর কর্মসূচি দেয়ার জন্য হুঁশিয়ারি উচ্চারণ করেন নেতৃবৃন্দ।