সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
15 Apr 2025 01:08 pm
![]() |
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:- বগুড়ার আদমদীঘি উপজেলার নসরতপুর শহীদ জিয়া স্মৃতি সংঘের উদ্যোগে মহিলা আন্তঃজেলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।রোববার (১৩ এপ্রিল) বিকেল ৪টায় আদমদীঘি উপজেলার নসরতপুর ডিগ্রী কলেজ মাঠে এই মহিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় ঢাকা জেলা মহিলা ফুটবল একাদশ দল ও দিনাজপুর জেলা মহিলা একাদশ দল অংশ গ্রহন করেন।উত্তেজনাপুর্ন খেলায় নির্ধারিত সময়ে উভয় দল ১-১ গোলে ড্র করে।পরে ট্রাইব্রেকারে ৪-৩ গোলে ঢাকা জেলা মহিলা ফুটবল একাদশ দল চ্যাম্পিয়ন হয়।
প্রীতি ফুটবল খেলার মাঠে উদ্বোধন উপলক্ষে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বগুড়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফজলুল বারী তালুকদার বেলাল।
এসময় উপস্থিত ছিলেন,আদমদীঘি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হাসান, বগুড়া জেলা যুবদলের সদস্য শাজালাল মাহমুদ চপল, আদমদীঘি সদর বিএনপির সভাপতি আব্দুস ছাত্তার সরকার, নসরতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আফজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ চঞ্চল, কৃষকদল নেতা ও বগুড়া ইসলামিক স্টাডিজ গ্রæপের কার্যনির্বাহি সদস্য শেখ তোফায়েল াাহমেদ তপু, আবুল কালাম আজাদ, বিএনপি ও তার সংযোগি সংগঠনের নেতৃবর্গসহ বিপুল দর্শকের সমাগম ঘটে। খেলা পরিচালনা করেন স্বপন হোসেন।তাকে সহযোগিতা করেন, শাহিন ও শাকিল।ম্যাচ কমিশনার ছিলেন রাকিব হোসেন।
আবু মুত্তালিব মতি,আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি