মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
25 Apr 2025 04:51 pm
![]() |
মোকছেদুল মমিন মোয়াজ্জেম,হিলি(দিনাজপুর)প্রতিবেদক:-নানা আয়োজনের মধ্য দিয়ে দিনাজপুরের হিলিতে পালিত হচ্ছে বাংলা নববর্ষ ১৪৩২। বর্ষবরণ উপলক্ষে বৈশাখী র্যালী, আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠান,পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। সোমবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৮ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে বর্ণাঢ্য র্যালী বের হয়ে বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বৈশাখী র্যালী শেষে উপজেলা পরিষদ চত্বরে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়ের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, হাকিমপুর উপজেলা কৃষি অফিসার, আরজেনা বেগম, অফিসার ইনচার্জ ওসি সুজন মিঞা, হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পীসহ অনেকেই।