মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
16 Apr 2025 01:39 pm
![]() |
৭১ভিশন ডেস্ক:- মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আবদুল্লাহ আহমেদ বাদাউই মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (১৪ এপ্রিল) মালয়েশিয়ার স্থানীয় সময় ৭টা ১০ মিনিটে কেএলের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
আবদুল্লাহ আহমেদ বাদাউই মালয়েশিয়ার ৫ম প্রধানমন্ত্রী ছিলেন। মালয়েশিয়ার মানবসম্পদ উন্নয়নের জনক হিসেবে পরিচিত আবদুল্লাহ আহমেদ বাদাউইর ছয় বছরের কার্যকাল খুব কম সময় হিসেবে মনে করা হয়।
পাক লাহ নামে ডাকনামে পরিচিত ছিলেন তিনি। ১৯৩৯ সালের ২৬ নভেম্বর পেনাংয়ের বায়ান লেপাসে জন্মগ্রহণ করেন। ১৯৬৪ সালে ইউনিভার্সিটি মালয়া থেকে ইসলামিক স্টাডিজে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর এক দশকেরও বেশি সময় ধরে সরকারি চাকরি করেন।
আবদুল্লাহ ১৯৭৮ সালে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। তিনি কেপালা বাতাসের এমপি নির্বাচিত হন, যেখানে তার বাবা ইউএমএনওর বিভাগীয় নেতা ছিলেন। আবদুল্লাহ তিন দশকেরও বেশি সময় ধরে এই নির্বাচনী এলাকার প্রতিনিধিত্ব করেছেন।
মৃদুভাষী অথচ দৃঢ়প্রতিজ্ঞ আবদুল্লাহ ২০০৩ সালে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এরপর তিনি ড. মাহাথিরের কিছু নীতি উল্লেখযোগ্য পরিবর্তন আনেন।