সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
15 Apr 2025 01:43 pm
![]() |
লিটন মাহমুদ,মুন্সীগঞ্জ প্রতিনিধি:- মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে প্রেমিকের সঙ্গে ঝগড়া মেটানোর কথা বলে ডেকে নিয়ে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় মূলহোতা শনিবার (১২ এপ্রিল) রাতে টঙ্গীবাড়ী থানায় ভিকটিমের বাবা বাদী হয়ে ধর্ষণের মামলা করেন।পরে টঙ্গীবাড়ী উপজেলার আব্দুল্লাপুর এলাকার মৃত সায়েন মোল্লার ছেলে নয়ন (২০)কে নিজ বাড়ী থেকে গ্রেপ্তার করে পুলিশ।
শনিবার দিবাগত রাতে টংগিবাড়ী থানায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ধর্ষণ মামলা দায়ের করেন।পরে টঙ্গীবাড়ী উপজেলার আব্দুল্লাপুর থেকে নয়নকে গ্রেপ্তার করে থানা-পুলিশ।
মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই তরুণীর সঙ্গে নয়নের একসময় প্রেমের সম্পর্ক ছিল। তাদের মধ্যে বিচ্ছেদ হলে সিয়াম নামের অপর এক যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে ওই তরুণী। সম্প্রতি সিয়ামের সঙ্গে ঝগড়া হলে ঝগড়া মিটিয়ে দেওয়া কথা বলে গত ২৮ মার্চ তরুণীকে ডেকে নেয় নয়ন।
এ সময় নয়ন ও তার সহযোগীরা মিলে ওই তরুণীকে ধর্ষণ করে এবং তা ভিডিও ধারণ করে। এসময় নয়নের সঙ্গে আরও ছিল মো. জীবন শেখ (২০), আপন বেপারী (১৯), আরমান (১৮) ও মিরাজ (১৯)।
এদিকে,গত শুক্রবার ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্ষকরা ছড়িয়ে দিলে ঘটনা জানাজানি হয়ে যায়। পরে রাতেই ভুক্তভোগীর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন ।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার আনিসুর রহমান বলেন, ‘এটি একটি পরিকল্পিত ধর্ষণের ঘটনা। অভিযোগের পর রাতেই ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার কথা স্বীকার করেছে। মূলত অপর ছেলের সাথে প্রেমের সম্পর্কের জেরে ক্ষুব্ধ ছিল নয়ন। এরই প্রেক্ষিতে সহযোগীদের নিয়ে ধর্ষণের ঘটনা ঘটায় সে। বাকি আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।’