বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
13 Apr 2025 02:32 am
![]() |
শাহ আলী বাচ্চু স্টাফ রিপোর্টার জামালপুর:-জামালপুর সদর উপজেলার মেস্টা ইউনিয়নের জলিয়ারপাড় এলাকার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম ওরফে গাধু হত্যা মামলার দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন জামালপুরের আদালত। এছাড়া ৮ জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
বুধবার ৯ এপ্রিল দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক মো. আবু বকর ছিদ্দিক এ রায় ঘোষণা দেন।যাবজ্জীবনপ্রাপ্ত আসামিরা হলেন উপজেলার জালিয়ারপাড় এলাকার মৃত ইজ্জত আলীর ছেলে মো. লেবু মিয়া ও একই উপজেলার দেউলিয়াবাড়ি গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে মজনু মিয়া।
জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের পিপি আব্দুল হাই বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা যায়, ১৯৯৮ সালের ২৪ ডিসেম্বর জমি সংক্রান্ত বিরোধে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম ওরফে গাধুকে খুন করে বাথরুমের ট্যাঙ্কির ভেতর বস্তায় ভরে রাখা হয়।ওই সময় নিহতের স্ত্রী লাইলী বেগম বাদী হয়ে লেবু মিয়াসহ ১৩ জনকে আসামি করে জামালপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার বিবাদী পক্ষের আইনজীবী মো.মাহামুদুল হাসান ওরফে পলাশ জানান, দীর্ঘ ২৭ বছর পর বিজ্ঞ বিচারক বুধবার এ রায় ঘোষণা করেন।মামলার রায় ঘোষণায় বাদী লাইলী বেগমের ছেলে লাভলু মিয়া আপাতত সন্তোষ প্রকাশ করছেন।
মামলা থেকে খালাসপ্রাপ্তরা হলেন উপজেলার মেস্টা ইউপির জালিয়ারপাড় ও দেউলিয়াবাড়ি এলাকার নজরুল ইসলাম,দুলাল মিয়া, আব্দুল জব্বার,বিল্লাল হোসেন,তৈমুছ আলী, মিন্টু, পলাতক ইউনুছ ও হেলাল উদ্দিন।মামলার বিবাদী পক্ষের আইনজীবী ছিলেন মো. আব্দুল্লাহ।