বুধবার, ০৯ এপ্রিল, ২০২৫
13 Apr 2025 02:31 am
![]() |
শাহ আলী বাচ্চু স্টাফ রিপোর্টার জামালপুর:-জামালপুরের দেওয়ানগঞ্জে মোটরসাইকেল চোর চক্রের তিনজনকে আটক করে পুলিশের নিকট সোপর্দ করলো জনতা।৮ এপ্রিল মঙ্গলবার সকালে চুরদের কে জনতা আটক করে দেওয়ানগঞ্জ মডেল থানায় হস্তান্তর করেছে জনতা।পরে পুলিশ তাদের আটক করে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (৭ এপ্রিল) রাত দুইটার দিকে উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের মদনের চর গ্রামে এক বাড়িতে মোটর সাইকেল চুরির করার সময় হাতে নাতে ধরে ফেলে স্থানীয় জনতা।পরে উত্তেজিত জনতা তাদের মাথা ন্যাড়া করে মুখে কালি মেখে দেয়।
আটককৃতরা হলেন জামালপুর সদর উপজেলার তুলসীরচর ইউনিয়নের তুলসীরচর গ্রামের মৃত জসীম উদ্দিনের ছেলে আক্তার উদ্দিন (৫০), একই এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে সুজন (৪০), মোঃ ফকিরের ছেলে রফিক (৩০)।
স্থানীয় বাসিন্দা সোয়েব আহসান জানান, কিছুদিন আগে তার মোটরসাইকেলটি চুরি হয়েছে।ইদানীং সময়ে মোটরসাইকেল চুরির ঘটনা বেড়েছে। মাঝে মাঝেই উপজেলার বিভিন্ন জায়গায় মোটরসাইকেল চুরির খবর শোনা যাচ্ছে।আটককৃতদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে এদের মুল হোতা কে গ্রেফতার করার দাবী জানিয়েছেন এলাকাবাসী।
এ বিষয়ে দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান জানান মোটরসাইকেল চুরির অভিযোগে তিন ব্যাক্তিকে আটক করে থানায় দিয়েছে জনতা।আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহন চলমান আছে।