সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫
08 Apr 2025 10:17 am
![]() |
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ-গাইবান্ধার পলাশবাড়ীতে ঈদ পরবর্তী কর্মস্থলে ফেরা ঢাকা,চট্রগ্রাম ও সিলেট গামী বাস যাত্রীদের কাছ থেকে দ্বিগুন ভাড়া নেয়ার অভিযোগ পাওয়া গেছে। এতে যাত্রীদের মাঝে চরম অসন্তোষ বিরাজ করছে। বিকল্প উপায় না থাকায় যাত্রীরা বাধ্য হয়েই দ্বিগুণ ভাড়া দিয়ে টিকেট কেটেই ঢাকা ফিরছেন।
এদিকে গত ২ এপ্রিল বিআরটিএ এর ভ্রাম্যমান আদালতের অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করা ও অতিরিক্ত ভাড়া আদায় করার অভিযোগে অরিন পরিবহন,শ্যামলী পরিবহন, হানিফ এন্টারপ্রাইজ, এস,আর ট্রাভেলস,ডিপজল পরিবহন,সান্ত এন্টারপ্রাইজ, সূর্য এন্টারপ্রাইজ ও স্বদেশ ট্রাভেলস কে অর্থ জরিমানা করা হয়। এছাড়াও ৫ এপ্রিল দুপুর ১২ টা হতে বিকাল ৩টা পর্যন্ত ঢাকা রংপুর মহাসড়কে বিআরটিএ এর ভ্রাম্যমান আদালতের অভিযানে ব্র্যাক মোড় নামীয় স্থানে ১১টি ঢাকা গামী বাসে যাত্রীদের হতে অতিরিক্ত ভাড়া আদায় করার অভিযোগে ৩৬ হাজার টাকা জরিমানা করে। তারপরেও কিছু অসাধু বাস মালিক,শ্রমিক ও কাউন্টার প্রতিনিধিরা অতিরিক্ত ভাড়া আদায় সহ নানাবিধ হয়রানি করেই যাচ্ছেন যাত্রীদের সঙ্গে।
উপজেলা সহকারি কমিশনার (ভুমি) আল ইয়াসা রহমান তাপাদার কে অবহিত করা হলে তিনি বলেন, ঈদ উপলক্ষে যাত্রীদের কাছ থেকে যাতে অতিরিক্ত ভাড়া না নিতে পারে সে জন্য প্রশাসন তৎপর রয়েছে। ঢাকাগামী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়ার বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।