মঙ্গলবার, ০৮ এপ্রিল, ২০২৫
08 Apr 2025 11:33 am
![]() |
লিটন মাহমুদ,মুন্সীগঞ্জ প্রতিনিধি:- ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান ধ্বংসযজ্ঞের প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে মুন্সীগঞ্জের গজারিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে গজারিয়া সর্বস্তরের সাধারণ জনতার ব্যানারে ঢাকা-চট্টগ্রামের মহাসড়কের ভবেরচর বাস স্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিল বের হয়।
মিছিলটি মহাসড়কের ভবেরচর কেন্দ্রীয় ঈদগাহ সড়ক প্রদক্ষিণ করে ভবেরচর বাস স্ট্যান্ড এলাকায় মোহাম্মদ আলী প্লাজার সামনে গিয়ে শেষ হয়।
পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন। এর আগে উপজেলার বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে ভবেরচর বাস স্ট্যান্ড এলাকায় জড়ো হয়ে মহাসড়কে অবস্থান নেন। এসময় বিভিন্ন স্লোগান দিতে থাকেন। ‘ফিলিস্তিনে হামলা কেন জাতিসংঘ জবাব চাই’ ট্রাম্পের দুই গালে জুতা মারো তালে তালে, নেতানিয়াহুর দুই গালে জুতা মারো তালে তালে ‘বিশ্ব মুসলিম ঐক্য গড়, ফিলিস্তিন স্বাধীন কর’ বলে স্লোগান দেন।
সমাবেশে বক্তারা বলেন, আমাদের লজ্জা হয় যে, আমরা এখনো এই বর্বরতার বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে পারিনি। গাজায় যা হচ্ছে তা প্রতিরোধে আন্তর্জাতিক মহলের কার্যকর পদক্ষেপ গ্রহণ করা উচিত। আজ মানবাধিকার সংস্থাগুলোর ভূমিকা প্রশ্নবিদ্ধ। এই অবস্থায় বিশ্বব্যাপী সাধারণ মানুষের ঐক্য ছাড়া মুক্তির পথ নেই।
তারা সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আমরা ফিলিস্তিনের নির্যাতিত জনগণের জন্য একসাথে আওয়াজ তুলবো এবং ইসরাইলি পণ্য বর্জনের জন্য সবার প্রতি অনুরোধ জানাবো।