মঙ্গলবার, ০৮ এপ্রিল, ২০২৫
08 Apr 2025 11:32 am
![]() |
লিটন মাহমুদ,মুন্সীগঞ্জ:- ৭ই এপ্রিল রোজ সোমবার বেলা ২ ঘটিকায় ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলা শাখার উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমীর চত্বর হতে ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলা শাখার আহবানে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
সমাবেশ ও বিক্ষোভ মিছিলে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সিগঞ্জ জেলা শাখার মুহতারাম সভাপতি মুফতি শাহাদাত হোসেন লস্করপুরী এবং জেলা শাখার সেক্রেটারি গাজী মুহাম্মদ রফিকুল ইসলামের সঞ্চালনা বিক্ষোভ পূর্ব সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সিগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি শাহাদাত হোসেন লস্করপুরী বলেন, ফিলিস্তিনে যুদ্ধবিরতি লঙ্ঘন করে জারজ ইসরায়েল যে ধ্বংস ও হত্যাযজ্ঞ চালাচ্ছে তা ইতিহাসের জঘন্যতম মানবাধিকার লঙ্ঘন। এ পরিস্থিতিতে জাতিসংঘ, ওআইসি এবং আরবলীগসহ মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর ভূমিকায় আমরা হতাশ।
তিনি বলেন, জারজ রাষ্ট্র ইসরায়েল এখনই বিরত না হলে মুসলিম বিশ্ব মার্চ টু ফিলিস্তিনের মাধ্যমে ইসরায়েলকে ধ্বংস করতে বাধ্য হবে। এছাড়াও তিনি ফিলিস্তিন রক্ষায় বৈশ্বিক চাপ ও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বাংলাদেশ সহ বিশ্বব্যাপী রাষ্ট্রসমূহের প্রতি আহ্বান জানান।
সমাবেশে আরও বক্তব্য দেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সিগঞ্জ জেলা শাখার.সহ-সভাপতি মুহাম্মদ মহিউদ্দিন বেপারী , জেলা জয়েন্ট সেক্রেটারি মুফতি সানাউল্লাহ কাসেমী, সাংগঠনিক সম্পাদক মুফতি মুজাহিদুল ইসলাম সাদেকী,জেলা মারকাজ মসজিদের ইমাম ও খতিব মুফতি মুফতি আবরারুল হক হাতেমী,সদর থানার সেক্রেটারি হাফেজ সাঈদ আহমদ ,টঙ্গীবাড়ী উপজেলা শাখার সেক্রেটারি ডাক্তার মোঃ ওবায়দুল্লাহ সরদার।লৌহজং উপজেলা শাখার সেক্রেটারি মোহাম্মদ আল আমিন বেপারী,জাতীয় শিক্ষক ফোরাম মুন্সিগঞ্জ জেলা শাখার সেক্রেটারি ডাক্তার মোঃ সোহেল আহমেদ ভূঁইয়া ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-জেলার সভাপতি মাওলানা হাবিবুর রহমান বিক্রমপুরী , ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মুন্সিগঞ্জ জেলা সভাপতি সভাপতি মোঃ ইব্রাহিম খলিল ।
আরো উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলা সরকারি প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক গাজী মুহাম্মদ জসিম উদ্দিন, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মোঃ শামীম হোসেন,ইসলামী আন্দোলন ছাত্র বাংলাদেশ,ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ,জাতীয় ওলামা মাশায়েখ পরিষদ,ইসলামী শ্রমিক আন্দোলন মুন্সিগঞ্জ জেলা শাখার বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ,মুন্সিগঞ্জ জেলা শাখা প্রচার ও দাওয়াহ বি.সম্পাদক গাজী মুহাম্মদ জসিম উদ্দিন