বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
30 Mar 2025 03:31 am
![]() |
নিজস্ব প্রতিবেদক:- দেশের প্রখ্যাত দানবীর এবং শীর্ষ কর দাদা ও চাঁদপুরের কৃতি সন্তান মরহুম হাজী মোহাম্মদ কাউছ মিয়ার পক্ষ থেকে চাঁদপুরে গরিব ও অসহায় মানুষ মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।২৬ মার্চ বুধবার সকালে চাঁদপুর সরকারি কলেজ মাঠে সহস্রাধিক পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি কাপড় বিতরণ করা হয়।ঈদ উপহার তুলে দেন হাজী মোহাম্মদ কাউছ মিয়ার পুত্র মানিক মিয়া এবং মোস্তফা মিয়া।
এসময় মরহুম হাজী মোহাম্মদ কাউছ মিয়ার পুত্র মানিক মিয়া বলেন, আমার বাবা মরহুম হাজী মোহাম্মদ কাউছ মিয়া আপনাদের এই মাটির সন্তান। মানবিক এবং সামাজিক কাজের জন্য তিনি দেশবাসীর কাছে পরিচিত ছিলেন। তিনি আমৃত্যু যেকোনো দুর্যোগ কিংবা দুর্ভোগে চাঁদপুরসহ সারা দেশে গরিব অসহায় মানুষের পাশে ছিলেন।
তিনি আরো বলেন, আমার বাবা বেঁচে থাকতে অনেক ভালো কাজ করেছেন। তিনি আজ বেঁচে নেই। বাবার সন্তান হিসেবে আমরা ভাই-বোনেরা যেন বাবার রেখে যাওয়া ভালো কাজগুলো করে যেতে পারি, সেজন্য আপনারা আমাদের দোয়া করবেন। আজকে আমরা আপনাদের জন্য ঈদ উপহার নিয়ে এসেছি। এর বিনিময়ে আপনারা আমার মরহুম বাবার জন্য দোয়া করবেন। মহান আল্লাহ যেন আমার বাবাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আর আমরা যাতে আগামী দিনেও আপনাদের যেকোন বিপদে আপদে পাশে থাকতে পারি, সেজন্য দোয়া করবেন।
ঈদ উপহার বিতরণে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, চাঁদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক শামসুল আলম সূর্য, সদস্য সচিব শামসুল আরেফিন, বিশিষ্ট ব্যবসায়ী (মামনি ক্লথ স্টোর) নূর-এ আলম রিপন, চাঁদপুর শহর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক হাওলাদার, যুগ্ম আহ্বায়ক কবির খান, সদস্য মেহেদী হাসান খান জনি, সাইফুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোসলেউদ্দিন মাসুদ বেপারী, সদর থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হান্নান, জেলা সেচ্ছাসেবক দলের সদস্য নুরুল আমিন সোহাগ সরকার প্রমুখ।