মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
26 Mar 2025 02:58 am
![]() |
৭১ভিশন ডেস্ক:- মুমিনরা পরস্পর ভাই-ভাই। যারা আগে ঈমান এনেছে তাদের জন্য দোয়া করা অন্যদের কর্তব্য। তাই মহান আল্লাহর কাছে হিংসা-বিদ্বেষমুক্ত জীবন প্রার্থনা করে দোয়া চাই। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে,
رَبَّنَا اغْفِرْ لَنَا وَلِإِخْوَانِنَا الَّذِينَ سَبَقُونَا بِالْإِيْمَانِ وَلَا تَجْعَلْ فِي قُلُوبِنَا غِلًّا رِلَّا لِلَّنَا إِنَّكَ رَءُوفٌ رَحِيمٌ
অর্থ : হে আমাদের রব, ক্ষমা করুন আমাদেরকে এবং আমাদের সেই ভাইদেরও, যারা আমাদের আগে ঈমান এনেছে এবং আমাদের অন্তরে ঈমানদারদের প্রতি কোনো হিংসা-বিদ্বেষ রাখবেন না।
হে আমাদের প্রতিপালক, আপনি অতি মমতাবান, পরম দয়ালু। (সুরা হাশর, আয়াত : ১০)
কালের কণ্ঠ