মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
26 Mar 2025 02:56 am
![]() |
গ্রেপ্তার হওয়া সত্ত্বেও তুরস্কের আগামী জাতীয় নির্বাচনে ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোগলুকে আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা করেছে প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি।২০২৮ সালে ওই নির্বাচন হওয়ার কথা রয়েছে।
গ্রেপ্তার দেখানোর কয়েকদিন আগে আইনশৃঙ্খলা বাহিনী আটক করে ইমামোলুকে। তবে রবিবার তাকে দুর্নীতির মামলায় আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়।
তিনি অভিযোগ অস্বীকার করে বলেছেন, ‘এসব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।’এদিকে, সোমবার বিকাল থেকে হাজার হাজার বিক্ষোভকারী ষষ্ঠ দিনের মতো ইস্তাম্বুলের কেন্দ্রে জড়ো হয়েছেন। রবিবার এখানেই বিক্ষোভকারীদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছিল। রাজধানী আঙ্কারাতেও বিক্ষোভ হয়েছে।
সংবাদমাধ্যমে এসব তথ্য ঠিকভাবে উপস্থাপন না করায় গণমাধ্যমকে বয়কট করার ঘোষণা দিয়েছে বিরোধীরা।
বিক্ষোভকারীদের ‘শয়তান’ বলে বর্ণনা করেছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তারা ‘সহিংসতার আন্দোলন’ করছে বলেও তিনি অভিযোগ করেছেন।
গত কয়েকদিনের আন্দোলনে তুরস্কের এগারোশোর বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে।
কালের কণ্ঠ