সোমবার, ২৪ মার্চ, ২০২৫
29 Mar 2025 12:49 pm
|
কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ সোমবার সকালে বগুড়ার কাহালু উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমের সামনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৪-২৫ অর্থ বছরে খরিফ-১/২০২৪-২৫ মৌসুমী ২”শ ৭০ জন কৃষকদের মাঝে উফসী আউশ এবং ২০ জন কৃষকদের মাঝে তিল ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
উক্ত কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কাহালু উপজেলা নির্বাহি অফিসার মো. কাওছার হাবীব।
এ সময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোসা. জান্নাতুল ফেরদৌস, অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ মো. মীর কাশিম আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. মাশরুবা আলম, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার রেজাউল করিম, উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ অফিসার মাসুদ রানা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক ও কৃষকবৃন্দ।