সোমবার, ২৪ মার্চ, ২০২৫
25 Mar 2025 10:59 pm
![]() |
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:- বগুড়ার আদমদীঘিতে গলায় গামছার ফাঁস দিয়ে সানিয়াত হোসেন (১৩) নামের এক কিশোর আত্মহত্যা করেছে। গত শনিবার (২২ মার্চ) রাত সাড়ে ৮টায় উপজেলার খারিয়াকান্দি গ্রামে তার শয়ন ঘরে ফাঁস দিয়ে আত্মহত্য করে। সে আদমদীঘি উপজেলার নসরতপুর ইউনিয়নের খারিয়াকান্দি গ্রামের স্কুল শিক্ষক আবু সাইদের ছেলে এবং নসরতপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেনীর ছাত্র।
পুলিশ ও পারিবারকি সূত্রে জানা যায়, সানিয়াত হোসেন নামের ওই স্কুল ছাত্র গত শনিবার রাতে গ্রামের মসজিদে তারাবির নামাজ আদায় করে বাড়ি গিয়ে তার শয়ন ঘরের দরজা বন্ধ করে শুয়ে পড়ে। কিছুপর তার মা খাবার জন্য ডাকতে গিয়ে দেখতে পান শয়ন ঘরের জানালার গ্রিলের সাথে গলায় গামছার ফাঁস লাগানো অবস্থায় রয়েছে। এরপর দরজার ভিতরের লক ভেঙ্গে সানিয়াত হোসেনকে উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত সানিয়াতের বড় বাবা অবসরপ্রাপ্ত সহকারি অধ্যাপক আফতাব হোসেন জানান, পারিবারিক কারনে বাবা মার সাথে অভিমান করে সে আত্মহত্যা করেছে।
আদমদীঘি থানার ওসি তদন্ত শহিদুল ইসলাম জানান, মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।
আবু মুত্তালিব মতি,আদমদীঘি বগুড়া প্রতিনিধি