শনিবার, ২২ মার্চ, ২০২৫
22 Mar 2025 01:39 pm
![]() |
প্রেস বিজ্ঞপ্তি:-২১ মার্চ ২০২৫ রোজ শুক্রবার সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সমতা পার্টির নেতৃবৃন্দ বলেন, কোন রাজনৈতিক দল নিষিদ্ধ হোক এটা বাংলাদেশ সমতা পার্টি সমর্থন করে না। সমতা পার্টি উদার-গণতন্ত্রে বিশ্বাসী একটা রাজনৈতিক দল।একটা গণতান্ত্রিক দল আরেকটা রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে থাকতে পারে না।আওয়াম ীলীগে যারা অপরাধ করেছে তদন্ত করে বাংলাদেশের প্রচলিত আইনে তাদের বিচার হবে।
আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের নেতৃত্বদানকারী দল। তাদের যেমন দোষ আছে তেমন ভালো গুণও আছে। এই দলের কোটি কোটি সমর্থক আছে সবাই অপরাধী নয়। যারা অপরাধী তাদের বিচার হোক কিন্তু নিরপরাধ সমর্থকদের রাজনীতিতে বাধা দেওয়াও এক ধরনের ফ্যাসিজম।
বাংলাদেশ সমতা পার্টি বাকস্বাধীনতা পক্ষে এবং সব ধরনের ফ্যাসিজমের বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছে।
বার্তা প্রেরক,হানিফ বাংলাদেশী