বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
20 Mar 2025 02:57 pm
![]() |
বুধবার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী পৌরসভার উপশহর এলাকায় ১নং ওয়ার্ড শাখার ইফতার মাহফিল বগুড়া মহিলা মাদরাসা অডিটরিয়ামে ওয়ার্ড আমির মাওলানা জামিল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।ওয়ার্ড সেক্রেটারি মাহবুবুল আলমের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর আমির ও বগুড়া সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল।
বিশেষ অতিথি ছিলেন সরকারি মুস্তাফাবিয়া আলিয়া মাদরাসার সাবেক অধ্যক্ষ শায়খ নজরুল ইসলাম,বগুড়া শহর জামায়াতের সহকারি সেক্রেটারি অধ্যাপক রফিকুল ইসলাম, সমাজ সেবা সম্পাদক অধ্যক্ষ মাওলানা আব্দুল হামিদ বেগ, ১৬ নং ওয়ার্ড আমীর রেজাউল করিম রেজা, আব্দুল মমিন ফরহাদ, ডাক্তার মোস্তাফিজুর রহমান, শাহজাহান আলী, আব্দুল ওয়াদুদ, আসলাম শেখ, আমিনুল ইসলাম, শামসুল আরেফিন প্রমুখ।অনুষ্ঠানে প্রধান অতিথি কুরআন নাযিলের মাসে কুরআনের আলোকে জীবন আরো বেশী সাজাতে সকলের প্রতি আহবান জানান।