শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
15 Mar 2025 03:26 am
|
কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির সভাপতি মো. রেজাউল করিম বাদশা বলেন, জাতীয় নির্বাচন ও বিএনপিকে নিয়ে যারা ষড়যন্ত্র করছে বগুড়ার মাটি থেকে তাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। বিএনপি অন্দোলন করেছে এ দেশের মানুষের ভোটের অধিকার আদায়ের জন্য। একটি দল স্বপ্ন দেখছে আগামীতে তারা রাষ্ট্র ক্ষমতায় যাবে। তাদের সেই স্বপ্ন পূরুন হবে না। আ.লীগ ক্ষমতা ছেড়ে দিলে দেশে আ.লীগের ১০ লাখ মানুষ মারা যাবে। বাংলাদেশে আ.লীগের কি ১০ জন নেতাকর্মী কি? মারা গেছে। গত ৫ আগষ্ট বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপির নেতাকর্মীদের নির্দেশ দিয়েছিলেন কারোও বাড়ীঘর, ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর করা যাবে না, লুটপাট করা যাবে না এবং আইন হাতে তুলে নেওয়া যাবে না। কেউ যদি আমার নির্দেশ না মানে তাহলে তাদেরকে দল থেকে বহিস্কার হবে।
তিনি আরও বলেন, বিএনপি আন্তবর্তী সরকারকে যৌক্তিক সময় দিতে চায়। এ সরকার যদি নির্বাচন নিয়ে তালবাহনা করে তাহলে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে আমরা বাধ্য হবে।
শুক্রবার বগুড়ার কাহালুর নারহট্র বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠে নারহট্র ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলে উপরোক্ত কথাগুলো বলেন তিনি।
ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন নারহট্র ইউনিয়ন বিএনপির সভাপতি ইদ্রিস আলী।
ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও কাহালু-নন্দীগ্রাম এলাকার সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো. মোশারফ হোসেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহি কমিটির সদস্য জয়নাল আবেদীন চাঁন।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ফরিদুর রহমান ফরিদ, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহাউদ্দিন নাইন, সাংগঠনিক সম্পাদক কে এম খায়রুল বাশার, জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, কাহালু উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব মো. আব্দুল মান্নান, কাহালু পৌর বিএনপির সভাপতি আনিছার রহমান আনিছ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন আজাদ, কাহালু পৌর বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক প্রভাষক হাফিজার রহমান বাবু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মাদ আলী ভূইয়া, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুল করিম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রভাষক মো. শাহাবুদ্দিন, নারহট্র ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এ কে এম রায়হান, সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খোকন খান, যুগ্ম আহবায়ক মোহাম্মাদ আলী সুমন, উপজেলা যুবদলের যুগ্ম আকতার আজম, মহিলা দলনেত্রী মমতা আরজু কবিতা, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আবুল কালাম আজাদ, সদস্য সচিব ফাহিম আহম্মেদ সুমন, উপজেলা ছাত্রদলের সভাপতি মুরাদ আহম্মেদ মধু, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, পৌর স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবু জ্বর আল গেফারী, যুগ্ম আহবায়ক শাহাদত নাজমুস নয়ন, কাহালু পৌর ছাত্রদলের সভাপতি ফাহিম আহম্মেদ রাসেল, সাধারণ সম্পাদক রিমন রাহাদ, পৌর শ্রমিকদলের সভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, পৌর কৃষকদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।