সোমবার, ০৩ মার্চ, ২০২৫
04 Mar 2025 03:11 am
![]() |
জাহাঙ্গীর আলম মানিক,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:- ‘তোমার আমার বাংলাদেশে, ভোট দিবো মিলেমিশে’ প্রতিপাদ্যকে সামনে রেখে সাপাহারে জাতীয় ভোটার দিবস উদযাপন করা হয়েছে।
রোববার (২ মার্চ) সকাল ১০টার দিকে এ উপলক্ষ্যে উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে উপজেলা পরিষদের কনফারেন্স হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম আহমেদ।
সভায় নির্দেশনামূলক বক্তব্য দেন, সাপাহার সহকারি কমিশনার (ভূমি) আবিদা সিফাত,উপজেলা নির্বাচন অফিসার আব্দুর রশিদ, সাপাহার আল হেলাল ইসলামী একাডেমী এন্ড কলেজের অধ্যক্ষ জামাত মনোনীত নওগাঁ- ১ আসনের এমপি প্রার্থী মোহাম্মদ মাহবুব আলম,থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত )আলিফ মাহমুদ,উপজেলা সমাজসেবা অফিসার দেলোয়ার হোসেন, উপজেলা জামাতে আমি র আবুল খায়ের (তরুণ) বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান (লাবু)সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আনসারী প্রমুখ ও গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।