রবিবার, ০২ মার্চ, ২০২৫
03 Mar 2025 10:34 pm
![]() |
সৌদি বাদশা সালমানের ত্রাণ ও মানবিক সেবা কেন্দ্রের অর্থায়নে ও সুনবুলাহ ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন ঢাকার আয়োজনে বগুড়ায় ৯ শতাধিক অসহায় মানুষের মাঝে ২৪ কেজি ওজনের খাদ্য ঝুড়ির উপহার বিতরণ করা হয়েছে।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রটোকল অফিসার বর্তমান সচিব ড. ফরিদুল ইসলাম ও আমরা বিএনপি পরিবারের আহবায়ক সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমনের সার্বিক সহযোগিতায় আজ রোববার (২ মার্চ) বিকেলে গাবতলীর পদ্মপাড়াতে প্রধান অতিথি হিসেবে এসব বিতরণ করেন বগুড়া জেলা বিএনপি’র সহ-সভাপতি এমআর ইসলাম স্বাধীন।
অপরদিকে বগুড়ার শহরের খান্দার শহীদ চাঁন্দু স্টেডিয়ামসংলগ্ন ফুটবল মাঠে ও শহরের ভাটকান্দি এলাকায় এই খাদ্য উপহার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপি মিডিয়া সেল রাজশাহী ও রংপুর বিভাগের কো-অর্ডিনেটর দিনকাল বগুড়া অফিস প্রধান কালাম আজাদ।