মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
25 Feb 2025 07:32 pm
![]() |
সাইফুর রহমান শামীম,কুড়িগ্রাম:- ২৪/২/২৫কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম শিক্ষা কার্যক্রম উদ্ধোধন ও অরিয়েন্টশন অনুষ্টিত হয়েছে।সোমবার সকালে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মাধ্যমে প্রথম শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করা হয়।পরে বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়াম ভবনে শিক্ষক, শিক্ষার্থী,অভিভাবকদের নিয়ে ওরিন্টেশন অনুষ্ঠিত হয়।এতে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ডীন কৃষি অনুষদের প্রফেসর ড.শাহ মোঃ আশরাফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাইস চ্যান্সেলর ড.মুহঃ রাশেদুল ইসলাম।এছাড়া ডিপুটি রেজিষ্ট্রার মোঃ সাদেকুজ্জামানসহ শিক্ষকগণ বক্তব্য রাখেন।
এ সময় প্রথম শিক্ষা বর্ষের দুজন ছাত্র-ছাত্রী তাদের অনুভুতি ব্যক্ত করেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে কোর্সের রয়েলিটি প্রর্দশন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর।