রবিবার, ০৯ ফেব্রুয়ারী, ২০২৫
10 Feb 2025 09:13 pm
|
কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ রোববার বিকালে বগুড়ার কাহালুর ভালশুন উচ্চ বিদ্যালয় মাঠে অত্র বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যৌথ উদ্যোগে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের অবসরপ্রাপ্ত নিবার্হী পরিচালক মো. রফিকুল ইসলাম।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষকদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও কাহালু-নন্দীগ্রাম এলাকার সাবেক সংসদ সদস্য আলহাজ¦ মো. মোশারফ হোসেন।
সকালে অনুষ্ঠনের উদ্বোধন করেন মালঞ্চা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নেছার উদ্দিন।
অনুষ্ঠনে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ¦ অধ্যক্ষ মাওঃ তায়েব আলী, কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হান্নান, কাহালু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন আজাদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক হাফিজার রহমান বাবু, উপজেলা বিএনপির সহ-সভাপতি অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম. সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল মোমিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রভাষক মো. শাহাবুদ্দিন, অত্র বিদ্যালয়ের সাবেক সভাপতি মো. আব্দুস ছামাদ মন্ডল, বীরমুক্তিযোদ্ধা মোশারফ হোসেন, মালঞ্চা ইউনিয়ন বিএনপির সভাপতি মকবুল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল আলিম, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভালশুন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুর রহমান। উক্ত অনুষ্ঠানের উপস্থিত ছিলেন ভালশুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বেলাল হোসেন সহ ভালশুন উচ্চ ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।