বুধবার, ০৫ ফেব্রুয়ারী, ২০২৫
05 Feb 2025 04:43 am
মামুন রশীদ বগুড়া:- বগুড়ায় ইউনিক পাবলিক স্কুল এন্ড কলেজে ১৪তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১০টায় শহরের সূত্রাপুর প্রতিষ্ঠানের দ্বিতীয় ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ।
ইউনিক পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ তনছের আলী প্রামানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শাহ মোঃ ইসাহাক আলী,জেলা কালচারাল অফিসার মাহমুদুল হাসান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রেজোয়ান হোসেন, জাসাস বগুড়া জেলা শাখার সভাপতি ওয়াহিদ মুরাদ, জেলা ক্রীড়া অফিসার আলমগীর হোসেন, বগুড়া জজ কোর্টের এপিপি এ্যাডভোকেট পলাশ খন্দকার, এশিয়া সুইটস এর স্বত্বাধিকারী নুরুল আলম টুটুল, ড্যাপ বগুড়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ডাঃ একেএম মঈনুল হাসান। প্রশাসনিক ও কালচারাল কর্মকর্তা সাঈদ যুবায়ের পিনুর পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইউনিক পাবলিক স্কুল এন্ড কলেজের সভাপতি মোছাঃ মাফরুহা জোয়ায়রা। এসময় উপস্থিত ছিলেন ক্যাম্পাস-১ এর সহকারি প্রধান শিক্ষক মানিক রতন, ক্যাম্পাস-২ এর সহকারি প্রধান শিক্ষক মনোয়ার হোসেন সাজু, শিক্ষক সুলতানা সাবরিন নদী, ইশরাত জাহান তালুকদার, সালমা পারভীন, নূরে আক্তার বিথীসহ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ বলেন, নতুন প্রজন্মকে দেশ ও জাতীয় চেতনার সাথে সম্পৃক্ত করতে তাদেরকে পরিপূর্নভাবে ক্রীড়া ও সংস্কৃতি চেতনায় গড়ে তুলতে হবে। আমাদের তরুণরা খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় উৎকর্ষতা অর্জনের মাধ্যমেই আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হবার মতো বিজয় অর্জন করবে। কোমলমতি শিক্ষার্থীদের সবদিক থেকে পারদর্শী করে তুলেতে অভিভাবক ও শিক্ষকদের বিশেষ ভূমিকা রাখতে হবে।
এরআগে জাতীয় সঙ্গীতের মাধ্যমে পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে ক্রীড়া উৎসব শুরু হয়। দলগত ডিসপ্লে, কুজকাওয়াজ, মশাল প্রজ্জ্বলন, মার্চ পাস্টের পর বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক ইভেন্টের মধ্যে ছিল, চকলেট দৌড়, ব্যাঙ দৌড়, রিলে দৌড়, যেমন খুশি তেমন সাজো, স্কুলের শিক্ষক-শিক্ষিকা, অতিথি ও অভিভাবকদের জন্য দৌড় ও পিলো পাসিং প্রভৃতি। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।