বুধবার, ০৫ ফেব্রুয়ারী, ২০২৫
05 Feb 2025 04:45 am
সফিকুল আলম দোলন,জেলা প্রতিনিধি,পঞ্চগড়:-পঞ্চগড়ের বোদা পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন মঙ্গলবার (৪ ফ্রেব্রæয়ারি) বোদা কেন্দ্রীয় শহিদ মিনারে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মো.ফরহাদ হোসেন আজাদ।
প্রধান অতিথির বক্তব্যে ফরহাদ হোসে আজাদ বলেন, দলের যত ত্যাগী নেতা হোক না কেন, সে যদি দলের শৃঙ্খলা ভঙ্গ করে, যার মাধ্যমে দল বিতর্কিত হবে এবং যার মধ্যদিয়ে দলের ইমেজ ক্ষুন্ন হবে,যার মধ্য দিয়ে দলের উপর মানুষের আস্থা কমে যাবে এই সকল নেতাকে আপনারা গ্রহণ করবে না। গ্রামে গঞ্জে পৌর এলাকায় ইমেজ তৈরী করতে হবে, জনগণ যাতে মনে করে আগামী দিনে সরকার গঠনে বিএনপি একটি উৎকৃষ্ট দল। তিনি কোন দলের নাম উল্লেখ না করে বলেন, আপনারা ৭১ কে অস্বীকার করতে চান, আবার বলেন, দেশে দুইটা দেশ প্রেমিক সংগঠন আছে।
বাংলাদেশ সৃষ্টির জন্য ৭১ জড়িত। ৭১ সালে আপনাদের কি ভ‚মিকা ছিল। আপনারা কোন সেক্টরে যুদ্ধ করেছেন। আমরা যারা বিএনপি করি আমাদের নেতা জিয়াউর রহমান জীবনের ঝুঁকি নিয়ে স্বাধীনতার ঘোষণা ও ৯ নং সেক্টরে যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। স্বাধীনতা যুদ্ধ নিয়ে আপনারা আপনাদের অবস্থান জাতীর কাছে জানান।
পঞ্চগড় জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চু সম্মেলনের উদ্বোধন করেন। এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম। বোদা পৌর বিএনপির আহবায়ক আব্দুস সামাদ তারার সভাপতিত্বে সম্মেলন উপলক্ষ্যে অনুষ্ঠিত কর্মী সভার প্রথম অধিবেশনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,পঞ্চগড় জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাবেক পৌর মেয়র তৌহিদুল ইসলাম, যুগ্ম আহবায়ক অবসর প্রাপ্ত অধ্যক্ষ আফাজুল ইসলাম, বোদা পৌর বিএনপির সদস্য সচিব দিলরেজা ফেরদৌস চিম্ময়, জেলা যুব দলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, সদস্য ইউনুস শেখ, যুগ্ম আহবায়ক সাজ্জাদার রহমান জুয়েল, আবু হাসান মোঃ ওয়াসিউল ইসলাম হাসান, আবু সায়েম।
এ সময় বোদা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আকতার হোসেন হাসান, যুগ্ম আহবায়ক আসাদুল্লাহ আসাদ, আব্দুল মান্নান, হকিকুল ইসলাম, আবু বক্কর সিদ্দিক মহব্বত সহ উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে বোদা পৌর এলাকার ৯ টি ওয়ার্ডের বিপুল সংখ্যক নেতা কর্মী মিছিল সহকারে সম্মেলনে অংশ গ্রহণ করেন। জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে জাতীয় দলীয় পতাকা উত্তোলন করা হয়। অতিথিবৃন্দ বেলুন উড়িয়ে সম্মেলন উদ্বোধন করেন। পরে কেন্দ্রীয় শহিদ মিনার থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। র্যালিটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। সম্মেলনে বোদা পৌর বিএনপির বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।
এর আগে ২০০৯ সালে বোদা পৌরসভার সম্মেলন অনুষ্ঠিত হয়।ওই কমিটি ২০১৮ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। ২০১৯ সালে আব্দুস সামাদ তারা কে আহবায়ক ও দিলরেজা ফেরদৌস চিম্ময়কে সদস্য সচিব করে বোদা পৌর বিএনপির আহবায়ক কমিটি গঠন করা হয়।এই আহবায়ক কমিটি বোদা পৌর বিএনপির নেতৃত্ব দিয়ে আসছিলেন।
দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে কমিটি গঠন করা হবে বলে জানা গেছে। দীর্ঘ কয়েক বছর পর ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে বিপুল সংখ্যক নেতা কর্মীর অংশ গ্রহণে বোদা পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হলো। এর আগে পৌর এলাকার ৯ টি ওয়ার্ডের কাউন্সিল অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় এক মনোজ্ঞ সংগীতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মোঃ সফিকুল আলম দোলন
জেলা প্রতিনিধি,পঞ্চগড়