বুধবার, ০৫ ফেব্রুয়ারী, ২০২৫
05 Feb 2025 05:01 am
একুশে ফেব্রুয়ারি বাঙালি জাতির জাগরণ
বাংলাকে রাষ্ট্রভাষার দাবীতে স্পর্ধিত উচ্চারণ,
ধর্মান্ধতা ও সাম্প্রদায়িকতার অপসারণ
অন্যায়ের বিরুদ্ধে ছাত্র-জনতার বিস্ফোরণ।
বিশ্বে সবচেয়ে বড় ঐতিহাসিক ঘটনা
বাঙালির স্বাধীনতা সংগ্রামের সূচনা,
শহীদের রক্ত শ্রোত নয় কোন রটনা
সশস্ত্র মুক্তিযুদ্ধে বিজয়ের প্রেরণা।
স্বাধীনতার ডাক, জাতির মুক্তি
মোদের অহংকার, সাহস ও শক্তি,
তুমি আছো বিশ্ব জুড়ে
বাঙালির হৃদয়ে-অন্তরে।
বাংলার ইতিহাস-ঐতিহ্য কৃষ্টি
বাঙালির স্বাধীনতা-বাংলাদেশ সৃষ্টি,
তুমি সভ্যতার ধারক-বাহক
সংগ্রাম সফলতার মহানায়ক।
পরিচিত:লায়ন মোঃ গনি মিয়া বাবুল (শিক্ষক,কলাম লেখক, কবি, সমাজসেবক ও সংগঠক) উপদেষ্টা,কবি সংসদ বাংলাদেশ,কেন্দ্রীয় কমিটি
চেয়ারম্যান,লেখক উন্নয়ন কেন্দ্র,কেন্দ্রীয় কমিটি